ঢাকাবিভাগীয় খবর

এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ হচ্ছে সড়কে

ঢাকা: ঈদের সময় যানজট নিয়ন্ত্রণে রাখতে ১৪ পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এ জন্য তাদের নিয়োগ দেয়া হচ্ছে। ঈদের আগে পাঁচদিন সড়কে তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হেলমেটবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনা মোকাবেলায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে দেশের ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ স্পট ডিভাইডারসহ প্রশস্তকরণের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। এছাড়া ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ স্থানে মহিলা ও শিশুদের জন্য অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদফতর। এর পাশাপাশি মহাসড়কের পাশে সকল রেস্টুরেন্ট এবং সিএনজি স্টেশনের শৌচাগার ব্যবহার উপযোগী রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন অপরাধে ৯৯টি মামলা, ৬০ হাজার টাকা জরিমানা, দুটি মোটরসাইকেল জব্দ, ১০টি সিএনজি চালিত প্রাইভেট অটোরিক্সা ডাম্পিংসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করেন।

এসময় বিআটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ বিআরটিএ ও ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button