আ’লীগের লোকজন মানুষ হত্যা করছে: খালেদা

ভালুকা নিউজ ডট কম: আওয়ামীলীগের লোকজন মানুষ হত্যা করছে বলে মন্তব্য করছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।বুধবার সন্ধায় রাজধানীর লেডিস ক্লাবে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, আওয়ামীলীগের লোকজন পরিকল্পিতভাবে লোকজন হত্যা করছে। এ জন্য শেখ হাসিনা বলেন, আমি সব জানি। আর তাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে।
তিনি বলেন, সাড়াশি অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। এ পর্যন্ত ১২ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এ কি দেশ চালানোর নমুনা-প্রশ্ন রাখেন ৩বারের সাবেক এ প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাধীনতা আছে কি না তা বলা মুশকিল। অচিরেই দেখবেন, আওয়ামীলীগকে জনগণ কিভাবে বিতাড়িত করে।
দেশের কোনও মানুষ নিরাপদে নেই দাবি করে তিনি আরও বলেন, এ সরকার জনগণকে জিম্মি করে রেখেছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রকে মুক্ত করার জন্য।