ময়মনসিংহসারা ভালুকাহবিরবাড়ি
ভালুকা নিউজ ডট কম এ সংবাদ প্রকাশিত হওয়ার পর সংস্কার হচ্ছে সিডষ্টোর-সখীপুর সড়ক

স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকা নিউজ ডট কম এ সংবাদ প্রকাশিত হওয়ার পর সংস্কার হচ্ছে সিডষ্টোর-সখীপুর সড়ক।
উল্লেখিত সড়কটির বেহাল দশা নিয়ে একাধীকবার সংবাদ প্রকাশ ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়। যা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সু-নজরে আসে এবং এ বিষয়ে তিনি ভালুকা নিউজ ডট কম এর রির্পোটটির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। ২৩ জুন থেকে সড়কটির সংস্কারের কাজ চলছে।
হবিরবাড়ী ইউনিয়ন তথা সমস্ত এলাকাবাসী সংশ্লীষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।