মাওলানা মুহিউদ্দীন খানের প্রথম জানাজা সম্পন্ন

ভালুকা নিউজ ডট কম; নিজস্ব প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের প্রথম জানান সম্পন্ন হয়েছে।
রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানান শেষে তার মরদেহ নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
মাওলানা মুহিউদ্দীন খান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তীব্র শ্বাসকষ্টের কারণে কয়েকদিন আগে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। নাক ও মুখে নল ঢুকিয়ে কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার বিকালে জ্ঞান ফিরলেও তীব্র যন্ত্রণা অনুভব হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইফতারির আগ মুহূর্তে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।