রাতেই ২০ বিদেশিকে হত্যা করে সন্ত্রাসীরা: আইএসপিআর

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে শুক্রবার রাতেই সন্ত্রাসীরা ২০ বিদেশি নাগরিককে হত্যা করে। সকালে কমান্ডো অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন। সন্দেহভাজন এক সন্ত্রাসী গ্রেফতার হয়। শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায়।
সেনা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান,সেনাবাহিনীর নেতৃত্বে বিমান, নৌ বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়। সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া কমান্ডো অভিযানের ১২/১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করে টার্গেট এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সাড়ে ৮টায় অভিযানের সফল সমাপ্তি করা হয়।
অভিযান শেষে তল্লাসিকালে ২০ জন বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের অধিকাংশকে ধারোলো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
নিহতদের তথ্য জানতে ০১৭৬৯০১২৫২৪ নাম্বারে কল করতে বলা হয়েছে।
নাঈম আশফাক চৌধুরী বলেন, ‘অভিযানের সময় একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তল, ফোল্ডেট বাঁট একে ২২ রাইফেল, বিস্ফোরিত আইইডি, ওয়াকিটকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেউ হতাহত হননি।