জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: গুলশানের রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় তিনি এ ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে এই ভাষণ সম্প্রচার করবে। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের চলমান পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ড তুলে ধরবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ রোডে হলি আর্টিজান বেকারিতে একদল বন্দুকধারী অস্ত্র ও বিস্ফোরকসহ ঢুকে বিদেশিসহ প্রয় ৪০ জনে জিম্মি করে রাখে।

জিম্মিদের উদ্ধারে শনিবার সকালে কমান্ডো অভিযান পরিচালনা কারা হয়। ওই অভিযান শেষে ২০ বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ বিদেশি নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার কর করে সেনাবাহিনী। তাদের মোকাবেলায় গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button