ভালুকায় ইসলামিক ফাউন্ডেশনের র্যালী ও আলোচনা সভা
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে (১১জুলাই) সোমবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে “ ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই”, ইসলামের দাওয়াতের পথরুদ্ধ করার ষড়যন্ত্রে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত শিবির, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, এ্যাপোলো ইনষ্টিটিউট অব কম্পিউটার্স এর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, ভালুকা মডেল থানার ওসি তদন্ত মোঃ হজরত আলী, উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ঈমাম হাফেজ মাওলানা মোঃ কুতুব উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আ ন ম মাহফুজুল হক শামীম ও শহীদুল ইসলাম প্রমুখ।