আন্তর্জাতিক

জাকির নায়েকের মাথার দাম ৫০ লাখ রুপি ঘোষণা

ভালুকা নিউজ ডট কম: ভারতের ইসলামি চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের মাথার দাম ৫০ লাখ রুপি ঘোষণা করেছেন দেশটির ডানপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেত্রী সাধ্বী প্রাচী। যে ব্যক্তি নায়েকের শিরশ্ছেদ করতে পারবে তাকে এ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। খবর জিনিউজের।

উত্তরাখণ্ডের রুরকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। সাধ্বী প্রাচী বলেন, নায়েক ইসলাম প্রচারক নন, তিনি একজন ‘সন্ত্রাসী’।

বিশ্ব হিন্দু পরিষদের সাবেক এই নেত্রী বলেন, ব্যক্তিগত তহবিল থেকে এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি; কোনো সংগঠনের নেতা হিসেবে পুরস্কার দেবেন না।

এদিকে বৃহস্পতিবার দেশটির আরেক প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নায়েকের মতো অন্যান্য ধর্ম প্রচারকরা যেসব মাদ্রাসায় কাজ করছেন, তাদের সবার সন্ত্রাসীদের সঙ্গে যােগাযোগের বিষয়টি তদন্ত করা উচিত বলে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সাধ্বী প্রাচী।

পুরস্কার ঘোষণার পর ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাধ্বী। হুমকিদাতা নিজেকে শহীদ নামে পরিচয় দিয়ে তাকে অপহরণের হুমকি দিয়েছেন। হুমকির পর বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দেওয়ার কথা রয়েছে হিন্দু পরিষদের এই নেত্রীর।

এর আগে মঙ্গলবার ‘হোসাইনি টাইগারস’ নামে শিয়া সম্প্রদায়ের একটি গোষ্ঠী জাকির নায়েকের মাথার দাম ১৫ লাখ ভারতীয় রুপি ঘোষণা দিয়েছে। হোসাইনি টাইগারসের প্রধান সৈয়দ কলবে হুসেইন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “তিনি (নায়েক) একজন ‘খলনায়ক’। তিনি নবীকে অপমান করেছেন, যে তাকে হত্যা করতে পারবে তাকে আমরা নগদ অর্থ পুরস্কার দেব।”

গত ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালানো জঙ্গিদের মধ্যে দুজন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাকির নায়েককে অনুসরণ করতো। এর পরই জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে জাকির নায়েকের মুম্বাইয়ের দংগিরি এলাকার অফিস ও বাসভবনে পুলিশ পাহারা বসানো হয়।

নায়েক বর্তমানে মদিনা সফরে রয়েছেন। এর আগে জাকির নায়েকের মুখপাত্র জানান, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি; কারণ মদিনা থেকে দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন জাকির নায়েক। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করার কথা ছিল নায়েকের। কিন্তু বুধবার রাতেই তা বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button