ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: ঈদের ছুটি শুরুর আগে ৪ জুলাই প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় ছুটি কাটোনোয় আজ ১৬ জুলাই শনিবার অফিস করতে হবে সরকারি চাকুরেদের।
এর আগে গত বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল।
এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।
ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রোববার প্রথম অফিস করেন তারা। তাই ৪ জুলাই এর ছুটির পরিবর্তে আজ এই অফিস করতে হচ্ছে সরকারী ও ব্যাংক এর কর্মকর্তা ও কর্মচারীদের।