মিডিয়া দেশ-বিদেশ
কালবেলার নির্বাহী সম্পাদক অনীক সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকা: মক্কা মাল্টিলেয়ার গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর একমাত্র ছেলে সাদ্দাম হোসেন অনীক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার রাত ১টার দিকে পুরান ঢাকার বাবুবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ব্যক্তিজীবনে সাদ্দাম হোসেন অনীক বিবাহিত ও এক সন্তানের জনক। তার মৃত্যুতে পুরান ঢাকার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। অনীক নিজেও মক্কা মাল্টিলেয়ার গ্রুপের ডিএমডি এবং দৈনিক কালবেলার নির্বাহী সম্পাদক ছিলেন।
রোববার বাদ জোহর পুরান ঢাকার আরমানিটোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, ব্যবসায়ী, সুহৃদ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।