ভালুকায় “সন্ত্রাস জঙ্গীবাদ চিহ্নিত করনে বাড়ীওয়ালাদের ভুমিকা” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় পৌরসভা হল রুমে ভালুকা মডেল থানার উদ্যোগে (১৮ জুলাই) সোমবার সকালে ভালুকায় সন্ত্রাস জঙ্গীবাদ চিহ্নিত করনে বাড়ীওয়ালাদের ভুমিকা শীর্ষক আলোচনা ও মতবিময় সভা অনুষ্ঠিত হয় পৌর মেয়র ডা মেজবাহ উদ্দিন কাইয়ুম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মামুন অর রশিদ, পৌর সভার সকল কমিশনার ও এলাকার গন্যমান্য বর্গ এসময় উপস্থিত ছিলেন।
ওসি মামুন অর রশিদ বলেন ভালুকা উপজেলার সকল বাড়ীর মালিক যাহারা বাড়ী ভাড়া দিয়ে থাকেন তাহাদের দৃষ্টি আকর্ষন করছি আপনরা আপনাদের বাড়ী ভাড়া দেওয়ার সময় অব্যশই ভাড়াটিয়াদের সম্পর্কে জেনে নিন এবং তাহাদেরককে নির্ধারিত ফরমে তধ্যাদি পূরন করে ভালুকা মডেল থানাকে অবহিত করিবেন। দেশ ও সমাজকে রক্ষা করা সকলের দায়িত্ব। এ ব্যাপারে প্রত্যেক পারায় পারায় এবং প্রত্যেক মহল্লায় আমরা মাইকিংয়ের ব্যাবস্থা করেছি, ভালুকা বাসী সকলের সহয়োগিতা পেলে আমরা সফল হবো “পুলিশ জনতা ভাই ভাই সুশিল সমাজ গড়তে চাই” এই স্লোগানকে সামনে রেখেই আমরা এগুতে চাই।