তিশার ভিডিও নিয়ে মিডিয়া জগতে তোলপাড়!

ভালুকা নিউজ ডট কম: বলা যায় ঢালিউডের ছোট পর্দার একচ্ছত্র অভিনেত্রী তিনি। তিনি ছোটপর্দায় যেমন নাম কুড়িয়েছেন, তেমনি এবার বড় পর্দায়ও তেমন নাম কুড়াবেন বলে আশা করা হচ্ছে। তিনি এবার ঢালিউড কিং সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘রানা পাগলা দি মেন্টাল’ সিনেমায়।
যেখানে তিশাকে বেশ খোলামেলা দৃশ্যেই অভিনয় করতে দেখা গেছে। ইতমধ্যেই তার অভিনীত একটি গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার ভাইরাল হয়ে পড়েছে, ‘গানটি পুড়েছে ধুলো পুড়ে গেছে মন’।
খোদ সাকিবই তার সম্পর্কে বলছেন, ‘ঈদের নামাজ পড়েই আমি ঢাকা শহরের বিভিন্ন সিনেমা হলে ঢুঁ মেরেছি। যেসব সিনেমা হলে ‘রানা পাগলা’ ছবিটি চলছে, সেসব হলে তিশাকে দেখার পর দর্শকদের মাঝে যে উন্মাদনা দেখেছি, তাতে আমি বিস্মিতি হয়েছি। একজন সিনেমার নায়িকার জন্য এ এক পরম সৌভাগ্য। দর্শকের এই ভালোবাসাই পারে একজন অভিনয়শিল্পীকে আলোচনার শীর্ষে নিয়ে যেতে।’