ভালুকায় লেগুনা চাপায় পথচারী নিহত
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় লেগুনা চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুলাই ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকার কোকাকোলা ফ্যাক্টরীর সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মাস্টারবাড়ি থেকে ভালুকাগামী একটি যাত্রীবাহি লেগুনা জামালপুর সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফারুক হোসেনকে (৩৫) চাপা দিয়ে লেগুনাটি রাস্তার পাশে খাদে পরে যায়। এতে পথচারী ফারুক হোসেনসহ লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন।পরে আশঙ্কাজনক অবস্থায় ফারুককে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে এই রোডের অধিকাংশ লেগুনার চালকদের না আছে ড্রাইভিং লাইসেন্স না আছে গাড়ির রোড পারমিট তারপরও প্রসাশনের নাকের ডগায় দিনের পর দিন বহাল তবিয়তবে আছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা যাচ্ছে নিরীহ মানুষের জীবন।