প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন

ভালুকা নিউজ ডট কম: ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উচ্ছাসের মধ্য দিয়ে উপজেলা সদরের প্রধান মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাত্র অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। মোট ১৬০০ ভোটারের মধ্যে জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৪টি আসনের বিপরীতে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। প্রার্থীরা হচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া (সাংবাদিক), মোঃ আলাউদ্দিন (স্বপন মাষ্টার), আব্দুল মজিদ, মোঃ মোবারক হোসেন(আতা মন্ডল), মোঃ শাহজাহান কবির ও এস এম শাহজাহান সেলিম (সাংবাদিক)। মোট ৬৫৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 1111[1]

ভোটের ক্রমানুসারে নির্বাচিতরা হলেন মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া, মোঃ আলাউদ্দিন (স্বপন মাষ্টার), মোঃ শাহজাহান কবির ও এসএম শাহজাহান সেলিম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ তৈরী বিদ্যালয় চত্বরসহ আশপাশ এলাকায়। উপজেলা সদরসহ আশপাশ গ্রাম গুলোতে ভোটারদের বাড়ী বাড়ী ভোট প্রার্থনায় বেশ ক’দিন যাবৎ ব্যাস্ত ছিল প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসতে শুরু করে ভোটাররা। তিনটি বুথে ভোট গ্রহনের কার্যক্রম চালানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button