ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় চারটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা মডেল থানা পুলিশ বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছেন। সোমবার (২৫ জুলাই ) ভোররাতে উপজেলার ডালুয়া গ্রাম থেকে ওই বস্তুগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ডালুয়া গ্রামের সন্দেশ আলী তালুকদারের বাড়ির পাশে তিনটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটলে স্থানীয় লোকজন আকঙ্কগ্রস্থ হয়ে উঠেন। বিষয়টি থানা পুলিশকে জানালে সোমবার ভোররাতে মডেল থানার এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং চারটি বোমাসদৃম্য বস্তু উদ্ধার করেন। পরে পানিতে রেখে ওই বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়।
এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বস্তুগুলো পানিতে রাখার পর কিছু কাগজ বের হয়ে আসে। আসলেই বোমা কিনা তা বোঝা যাচ্ছেনা।