সারা ভালুকা

 ভালুকায় ট্রাক-বাসের সংঘর্ষে আহত-৪

 ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভরাডোভা,নিশিন্দা নামক স্থানে বুধবার(২৭জুলাই)ভোর রাতে ময়মনসিংহগামী বাস ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়েছে ৪জন।স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়-ভোর ৪টার দিকে দুটি গাড়ীর সংঘর্ষে,মানিকগঞ্জ,শিবালয়ের রফিকুল ইসলাম(৩৫),নেত্রকোনার মুনসুর আলী(৫২),ফারুক(৩৪) ও অজ্ঞাত একজনকে গুরতর আহত অবস্থায় ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ভোরে অজ্ঞাত(৪২)এক ব্যাক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিস মুমুর্ষ অবস্থায় ভালুকা হাসপাতালে প্রেরণ করেছে।আহত ব্যাক্তির পরিচয় জানাযায়নি বলে জানান এসআই আ: হান্নান। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button