হবিরবাড়ি
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের দুযোর্গ ব্যাপস্থাপনা কমিটির সভা
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের দুযোর্গ ব্যাপস্থাপনা কমিটির সভা ইউপি সদস্য মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার(২৭জুলাই)পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ল্ডভিশনের আয়োজনে দুযোর্গ বিষয়ে সচেতনতা মুলক আলোচনায় অংশ নেন-শ্যামল দাস,ইউপি সচিব মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য মহিলা মোফাস্বেরা রুমি প্রমুখ।উপস্থিত ছিলেন-সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল,ইউপি সদস্য রফিকুল ইসলাম ইসমাইল,আ: রউফ, ইউপি সদস্য মহিলা রেহেনা খাতুন,ওয়ার্ল্ডভিশনের মোন্তাজ উদ্দিন প্র্রমুখ।