জমালপুরের সাথে তিন উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল যমুনার পানি ৯ সেন্টিমিটার হ্রাস পেলেও রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুর জংশন পর্যন্ত ট্রেন চলাচল সীমাদ্ধ রাখা হয়েছে। ফলে মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে তিন উপজেলার হাজার হাজার ট্রেনযাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছে। যমুনার পানি হ্রাস পেতে শুরু করলেও জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি-দেওয়ানগঞ্জ সড়ক, এবং গত ৩০ জুলাই সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি নামকস্থানে জামালপুর- সরিষাবাড়ি সড়ক ভেঙ্গে নতুন নতুন এলাকার প্লাবিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে জামালপুর-তারাকান্দি রেল পথ। গত শুক্রবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে শ্রী সুদির নবদাসের স্ত্রী কমলিনী (৩৫), সাপধরী ইউনিয়নের মাহমুদ ফকিরের স্ত্রী হাওয়া খাতুন(৬০) এর মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যার পানিতে ডুবে জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।