মাদারীপুরে ৩ হাজার পরিবার পানিবন্দি

মাদারীপুর প্রতিনিধি: পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের শিবচরের ৫টি ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন এসব পানিবন্দি মানুষেরা।
শিবচরের চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা, মাদবরেরচর, সন্ন্যাসীরচর ইউনিয়নের মানুষগুলো বর্তমানে পানিতে তলিয়ে আছে। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাল, নগদ টাকা বিতরণ করলেও অধিকাংশ পরিবারের মাঝে পৌঁছায়নি এসব ত্রাণসামগ্রী। এদিকে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার তাদের বসতভিটা অন্যত্র সরিয়ে নিচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ বলেন, সরকারিভাবে পানিবন্দি মানুষের জন্য ত্রিশ টন চাল বরাদ্দ পেয়েছি। এ ছাড়া নগদ ১ লাখ টাকা, শুকনো খাবারসহ চাল ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে।