ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় জঙ্গীবাদ দমনে আলোচনা সভা
ভালুকা নিউজ ডট কম: মঙ্গলবার ( ২ আগষ্ট) সকালে ময়মনসিংহের ভালুকায় ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা: এম আমানউল্যাহ।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।