ময়মনসিংহে নতুন পুলিশ সুপারের যোগদান

ময়মনসিংহ প্রতিনিধি: ফুল ছিটিয়ে ও গার্ড অনার প্রদানের মধ্যে দিয়ে ময়মনসিংহের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বি.পি.এম, পি.পি.এম কে বরণ করে নিলেন ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তারা।
মঙ্গলবার ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম।
সৈয়দ নুরুল ইসলাম বিদায়ী পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। পুলিশ সুপারের কার্যালয়ে নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম পৌঁছলে তাকে স্বাগত জানান ময়মনসিংহের বিদায়ী এসপি মইনুল হক। এরপর পুলিশের দক্ষ কর্মকর্তা এসপি হিসেবে নিজ কর্মস্থলে যোগ দেন।
এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেন।