বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়াস লীগের জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস লীগ আজ ৫ আগষ্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক প্রবীন রাজনীতিবিদ হাবিবুর রহমান(সিরাজ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)এর গণিত বিভাগের অধ্যাপক ড.নাইম শেখসহ বিটিইএল এর কেন্দ্রীয়, বিভাগীয়,জেলা নেতৃবৃন্দ ও সদস্যগন।কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ করে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু, জাতীর শত্রু।এদেশের ৮৩% আয় পোশাক শিল্পখাত থেকে আসছে, তা যারা ধ্বংশ করতে চায়, যারা দেশকে আবার পাকিস্থান বানাতে চায় তাদের বিরুদ্ধে সকলকে আজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশকে উন্নয়নের দিকে দলমত নির্বিশেষে এগিয়ে নেয়ার আহবান জানান।