পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে দেশ পাবলিকেশন্স

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: প্রতিবারের মতো এবারও পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘চেতনায় ঐতিহ্য’ স্লোগান ধারণ করে পথ চলা প্রতিষ্ঠান দেশ পাবলিকেশন্স। বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রদান করা হবে এ পুরস্কার; ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৬’।
পুরস্কার দেওয়া হবে কথাসাহিত্য, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ ও শিশুসাহিত্যে। পাণ্ডুলিপি হতে হবে অপ্রকাশিত এবং পাঠাতে হবে চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে। জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে ২০১৭ সালের ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পুরস্কার দেওয়া হবে ‘দেশ সাহিত্য উৎসব ২০১৭-এ’।
পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না।
পাণ্ডুলিপি পাঠাতে হবে নিচের ঠিকানায়-
দেশ পাবলিকেশন্স, নাহার প্লাজা, রুম ৩২৭-৩২৮, হাতিরপুল, ঢাকা ১০০০।
[email protected], ফোন: ০১৮২৪ ৫৭৫৭৮৮, ০১৭২১ ৫৬৫২১৮