শিরোনামহীন

রেসলার থেকে হচ্ছেন পর্নস্টার

বিনোদন ডেস্ক : শোবিজ জগত ছেড়ে অনেকে নীল দুনিয়ায় নাম লেখিয়েছেন আবার কেউ বা নীল জগতকে বিদায় জানিয়ে নাম লেখিয়েছে তারকা জগতে। কিন্তু রেসলিং এর রিং ছেড়ে এই প্রথমবারের মতো পর্নজগতে নাম লেখাতে চলেছেন রেসলিং তারকা টামি স্টিচ।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) দেখেন অথচ টামি স্টিচকে চেনেন না এমন রেসলিং পোকা খুব কমই রয়েছেন।রেসলিং এর চতুষ্কোণ রিং এ পরাস্ত করেছেন বাঘা বাঘা প্রতিপক্ষকে যে কারণে জনপ্রিয়ও ছিলেন ভক্তদের কাছে। এবার শুধু পেশী শক্তিই নয় কাজে লাগাতে চান নিজের দৈহিক সৌন্দর্যকেও।

সম্প্রতি পর্ন ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়া টামি জানিয়েছেন, ‘প্রথমে বেশ কয়েকবার এই ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিলেও প্রযোজনা সংস্থা ভিভিড এন্টারটেইনমেন্টের এতো বেশি টাকার প্রস্তাবটা ফেরাতে পারিনি। আর পর্ন ছবি দেখতে আমি নিজেও পছন্দ করি তাই আশা করছি কাজটা বেশ উপভোগ্য হবে।’

টামি স্টিচের ডাকনাম সানি। আর সে অনুযায়ীই হচ্ছে তার প্রথম নীল ছবির নামকরন ‘সানি সাইড আপ-থ্রু দ্য ব্যাক ডোর’। টাকার জন্যে মরিয়া টামি সম্প্রতি ডাব্লিউডাব্লিউই তে জেতা হল অব ফেমের সোনার বেল্টটাও বিক্রি করে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button