ভালুকা উপজেলামিডিয়া দেশ-বিদেশসারা ভালুকা

ভালুকা নিউজ ডট কমে সাংবাদিক নিয়োগ

ভালুকা নিউজ ডট কম ডেস্ক: ভালুকা নিউজ ডট কম ( http://bhalukanews.com/ )একটি অনলাইন নিউজ পেপার। সারা বিশ্বে যা ইতিমধ্যে আলোড়ন সৃষ্ট্রি করেছে। তরুন উদ্যমী সংবাদপত্রে কাজ করতে আগ্রহী তরুন-তরুনীদের কাছ থেকে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

জেলা/উপজেলা (নারী/পুরুষ) প্রতিনিধি আবশ্যক

বিবরণ
* সংবাদ লেখা
* দ্রুত সংবাদ প্রেরন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ নন্যুতম- ডিগ্রী বা সমমানের পাশ। তবে সাংবাদিকতা অভিজ্ঞতা থাকলে এইচ এস সি অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতাঃ নূন্যতম ১ বছর
অন্যান্য যোগ্যতাঃ
* রিপোর্টিং/ সাংবাদিকতায় নূন্যতম অভিজ্ঞতা থাকতে হবে।
* বাংলা টাইপে দক্ষতা আবশ্যক।
* কম্পিউটারে দক্ষতা আবশ্যক।

কর্মস্থলঃ নিজ জেলা / উপজেলা

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন [email protected], [email protected] ই-মেইল ঠিকানায়। এছাড়া পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও দুই কপি ছবিসহ আবেদন করা যাবে “ভালুকা নিউজ ডট কম”, বাটাজোর রোড, সিডস্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ ’ ঠিকানায়।
আরো বিস্তারিত জানতে মোবাইল করুন -০১৭১১-০৪১৭৭২ (সম্পাদক), ০১৯১৬-৫৯৫৪৪০ (প্রকাশক)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button