প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা

ভালুকা পাইলট স্কুলে ’মা’ সমাবেশ

বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদেরকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন করে তোলতে মা সমাবেশের  আয়োজন করে উপজেলা সদরের প্রধান মাধ্যমিক বিদ্যাপিঠ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার,ভালুকা পৌরসভার মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আফরোজা আখতার,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল,সাংবাদিক এসএম শাহজাহান সেলিম,সহঃ প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহম্মেদ,অভিভাবক তাহমিনা আশরাফি পুতুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিক। এর আগে বিদ্যালয়ের শিক্ষক মাও.নাজিম উদ্দিনের কোরআন তালাওয়াত ও বিদ্যালয়ের শিক্ষক লিপিকা রানীর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে। সমাবেশে বক্তাগন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা ,ক্লাশ পালানো রোধ কল্পে মায়েদের ভুমিকার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি বিনোদন মুলক কার্যক্রম বৃদ্ধি করা শিক্ষার সুষ্টু পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ঠদের অধিকতর যতœবান হওয়ার পরামর্শ দেন। বক্তাগন বলেন, ইসলামের অপব্যাখ্যা প্রদান কারীরা যেন কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সে জন্য সকলের সমন্বিত প্রয়াস চালানোর আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button