জ্ঞান ফিরেছে পাঁচ টন ওজনের হাতির
জামালপুর প্রতিনিধি : জ্ঞান ফিরেছে ভারত থেকে আসা বুনো হাতিটির। শুক্রবার গভীর রাতে হাতিটির জ্ঞান ফেরে। এর আগে হাতিটি ধরতে বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে ট্রাংকুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে অচেতন করা হয়।
শুক্রবার ভোরের দিকে শেকল পায়ে হাতি উঠে দাঁড়ায়। এখন মাহুত দিয়ে বশে আনারা অপেক্ষা করা হচ্ছে। এরপর জামালপুর থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।বন অধিদপ্তরের উদ্ধার দলের ভেটেরিনারি সার্জন সৈয়দ হোসেন জানান, পাঁচ টন ওজনের অচেতন হাতিকে জলাশয় থেকে টেনে তোলে কয়েশ’ মানুষ। এরপর হাতির চিকিৎসা শুরু হয়। পরে শুক্রবার ভোরের দিকে হাতি শেকল পায়ে স্বাভাবিকভাবে দাঁড়ায়।
তিনি জানান, সরিষাবাড়ির প্রত্যন্ত এ গ্রামে ট্রাক কিংবা ক্রেন যাওয়ার মতো অবস্থা নেই। তাই হাতিটিকে নিরাপদ জায়গা দিয়ে হাঁটিয়ে সরাতে হবে। তবে সরিষাবাড়িতে ৫-৭দিন আটকে রেখে খাবার দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বশ মানানোর চেষ্টা করা হবে। বুনো হাতিকে বশে আনা ছাড়া কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, গত ২৬ জুন বানের জলে ভেসে ভারতের আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে বুনো হাতিটি। কুড়িগ্রামের রৌমারীতে ৯ জুলাই পর্যন্ত ছিল । এরপর ১০ জুলাই থেকে গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জে এবং সর্বশেষ জামালপুর পর্যন্ত চষে বেড়ায় হাতিটি।