কবিতাসাহিত্য সাধনা
বঙ্গবন্ধুকে নিবেদিত শরীফ মল্লিকের দু’টি কবিতা

জন্ম ইতিহাস
পাড়াগাঁয়ে জন্ম নেওয়া খোকারাও একদিন
স্পষ্টবাদী নেতা হতে পারে
জন্ম ইতিহাস পড়ে আমিও জেনেছি এই কথা
সেই টুঙ্গিপাড়া থেকে একটা কিশোর হাটতে হাটতে
একদিন খোকা থেকে কিভাবে মুজিব হলো
ইতিহাসের পাতায় লেখা আছে সেই কথা
লেখা আছে ছিষট্টি এবং উনসত্তরের কথা
লেখা আছে রেসকোর্স এবং বজ্রকন্ঠের কথা
লেখা আছে স্বাধীনতা এবং সংগ্রামের কথা
লেখা আছে বিজয়ের কথা।
যে লেখা আমরা দেখতে চাইনি পিতা
ইতিহাসে আজ, লেখা আছে পিতা, সেইসব কথা।
ভাস্বর
এই একজন ব্যক্তি যাকে আমি কখনোই ভুলতে পারিনা
ঠিক প্রথম প্রেমের মতো ভুলে থাকতে পারিনা।
এই একজন ব্যক্তি যাকে আমি সারাক্ষণ ভাবি
শুধু ঘরের দেয়ালে নয়, হৃদয়ের দেয়ালেও টানিয়েছি তার ছবি
এই একজন ব্যক্তি যাকে অমি শ্রদ্ধা করি ঠিক আমার বাবার মতো
লাল সবুজের পতাকার মতো, গর্ভধারীনি মায়ের মতো।