আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সূধী সমাবেশ

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ীর ঐতিহ্যবাহী ‘আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় এক শিক্ষক-শিক্ষার্থী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’ এর সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আবদুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় (মাধ্যমিক) এর অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, শিক্ষা মন্ত্রনালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নায়েম ড. মোঃ আতিকুল ইসলাম পাঠান। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মমতাজ বেগম, হাজ্বী আঃ সাত্তার মাস্টার, হবিরবাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন, আঃ গণি মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক জিয়াউর রহমান, হাতেম আলী, ইব্রাহীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকলেছুর রহমান প্রমূখ।