খেলাধূলা
আজ শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিক আয়ারল্যান্ড। শনিবার ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়।
প্রথম ম্যাচে ২৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো পাকিস্তান। এই জয়ই ওডিআইতে পাকিস্তানের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে আয়ারল্যান্ড অলআউট হয়েছিলো মাত্র ৮২ রানে। সেটি ছিলো ওডিআইতে আইরিশদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
বৃহস্পতিবারের ওই ম্যাচে শারজিল খান ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। পাকিস্তানের পক্ষে এটি ছিলো চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। সেদিন ৮৬ বল খেলে ১৫২ রান করে আউট হয়েছিলেন পাকিস্তানি এই ওপেনার।