খেলাধূলা
বোলিং অ্যাকশন পরীক্ষায় অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন
স্পোর্টস ডেস্ক: বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। সেখানে ব্রিসবেনে ল্যাবে বোলিং পরীক্ষা দেবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন স্পিনার আরাফাত সানিও।
গত ১৫ মার্চ বিসিবি’র সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। সেখানে পরীক্ষা শেষে তাসকিনের বোলিং অ্যাকশনে ত্রুটি আছে বলে বিসিবিকে জানানো হয়। কিন্তু তাকে নিয়ে করা পরীক্ষা নিয়ে তীব্র সমালোচনা হয় ক্রিকেট বিশ্বে। বিষয়টি নিয়ে আইসিসি’র সঙ্গে আলোচনা করেও কোন সমাধান করতে পারেনি বিসিবি। এরপর দীর্ঘ ৫ মাস নেট প্র্যাকটিসের পর এবার তাকে অস্ট্রেলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাচ্ছে বিসিবি।
বর্তমানে প্রধান কোচ হাতুরুসিংহ ও সহকারী কোচ ভেঙ্কটেস রাজুর অধীনে অনুশীলন করছেন তাসকিন ও আরাফাত সানি।