জাতীয়

বসুন্ধরার আগুনের সব খবর

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ৯ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯ ইউনিট কাজ করছে।

নিয়ন্ত্রণ কাজের একপর্যায়ে পানি সংকট দেখা দেয়। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সহযোগিতায় কাজ পুনরায় শুরু হয়। আগুনে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ভেতরে আগুন কিছুটা আছে, তবে তা নিয়ন্ত্রণে। ভেতরে অনেক দাহ্য পদার্থ, সে কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে আগুন নতুন করে ছড়াচ্ছে না।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। জনপ্রিয় এই শপিং মলে আবারও আগুনের ঘটনায় বাইরে জড়ো হন সংবাদকর্মীরাও।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার কথা শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ মার্চ এই ভবনের উপরের দিকে ভয়াবহ আগুনে সাতজনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। এরপর ওই বছরেরই অাগস্টে এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button