বিচিত্র দুনিয়া

শিশুটিকে বাঁচাতে প্রাণ দিল কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক: মা ছাড়া ছোট্ট শিশুটিকে প্রাণে বাঁচিয়ে শেষ পর্যন্ত নিজেই প্রাণ দিল ওই কুকুর। অবাক লাগছে শুনতে? এমনটিই ঘটেছে কিন্তু আমেরিকার বাল্টিমোরে।

মা কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। আর তখনই ঘটে অঘটন। শিশুটিকে রেখে যাওয়ার সময় বুঝতে পারেননি ফিরে এসে দেখবেন আগুন ধরে গেছে বাড়িতে।

জানা গেছে, বাল্টিমোরের বাসিন্দা এরিকা লিন গত শুক্রবার ছোট্ট ভিভিয়ানকে রেখে একটু বেরিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান, তার বাড়িতে আগুন ধরে গেছে। আগুন থেকে ছোট্ট ভিভিয়ানকে বাঁচাতে ছুটে যান এরিকা। কিন্তু আগুনে প্রায় ঝলসে যায় তার মুখ। অনেক চেষ্টা করেও কেউ ওই বাড়ির মধ্যে ঢুকতে পারেননি।

এরপর দমকল বাহিনী হাজির হয়ে ঘরে ঢুকতেই এক অদ্ভূত দৃশ্য চোখে পড়ে তাদের। দেখা যায়, ছোট্ট ভিভিয়ানকে আকড়ে ধরে রয়েছে এরিকার পোষা কুকুর পোলো। ইচ্ছে করলে পোলো ভিভিয়ানকে ছেড়ে পালাতেই পারত, কিন্তু তা না করে ওখানেই পড়ে ছিল সে।

ওই ঘটনায় হতবাক সবাই। পোলো যেভাবে ভিভিয়ানকে আগুন থেকে রক্ষা করেছে, তা সচরাচর মানুষই করে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button