জাতীয়

সারা দেশে নৌযান শ্রমিক ধর্মঘট

ভালুকা নিউজ ডট কম: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার রাত ১২টা থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, চার দফা দাবিতে রাত থেকে শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন।

দাবিগুলো হলো- নৌযান শ্রমিকদের মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ।

তিনি বলেন, সারাদেশে একযোগে প্রায় ২ লাখ শ্রমিক এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত চার দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।

মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত ২০ এপ্রিল থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে সারাদেশে নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। গত ২৬ এপ্রিল নৌযান শ্রমিকদের আন্দোলনের কারণে নৌমন্ত্রী শাজাহান খান জাতীয় স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বাড়ানোর ঘোষণা দেন। এ সিদ্ধান্তে তখন শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button