ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত; মহাসড়ক অবরোধ
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় মিল শ্রমিক নিহতের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী কাভার্ডভ্যান চাপায় পীরগঞ্জ রংপুরের ধাপেরঘাট গ্রামের শামছুল হকের ছেলে স্থানীয় শাবাব ফ্যাক্টরীর ইলেক্ট্রেশিয়ান আব্দুল খালেক (৩০) গুরুতর আহত হন। আহত খালেককে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন কাভার্ডাভ্যানের চাকার নিচ থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রহমতে আলম একাডেমির কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয় জনতা মহাসড়কে নেমে আসেন এবং প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহা-সড়কের দু’পাশে কয়েকশ গাড়ি আটকা পরে। এতে প্রচন্ড গরমের মাঝে হাজার হাজার যাত্রী ও পথচারী চরম দূর্ভোগের শিকার হন।
মডেল থানার এসআই ছাইদুর রহমান জানান, কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষতিপূরণের ও হাজীর বাজার এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।
উল্লেখ্য যে হাজিরবাজার এলাকায় প্রায়ই রাস্তা পারাপার করতে গিয়ে প্রাণ হানির ঘটনা ঘটছে। এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এখানে স্পিড ব্রেকার ও ফুট ওভার ব্রিজ দেয়া হউক।