ভালুকায় পেট্রোল শেষ চোর পালালো মোটর সাইকেল ফেলে

ভালুকা নিউজ ডট কম: ভালুকায় বৃহস্পতিবার (২৫ আগষ্ট) ভোরে ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের ভালুকা ফাজিল মাদ্রাসার সামনে থেকে ভালুকা মডেল থানা পুলিশ চোরে ফেলে যাওয়া টিভিএস কোম্পানির এপাচি মডেলের একটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, বুধবার রাতের শেষ ভাগে ভালুকা ডিগ্রী কলেজের পিছনে কামাল ভিলার গেইটের তালা কেটে ৩ চোর বাসার ভিতরে ঢুকে মৃত আব্দুল কুদ্দুসের ছেলে কামাল আহাম্মেদের টিভিএস কোম্পানির এপাচি মডেলের একটি মোটর সাইকেলটি (যার নং ময়মনসিংহ-ল-১১-১৭৬৬) চুরি করে নিয়ে যাওয়ার সময় ভালুকা ফাজিল মাদ্রাসার সামনে যেতেই গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। এ সময় স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়ে বের হয়ে দেখেন চোরেরা মোটর সাইকেল স্টার্ট দেয়ার চেষ্টা করছে। মুসল্লিরা তাদের পরিচয় ও কোথায় যাবেন জানতে চাইলে চোরেরা দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। চোরদের ফেলে যাওয়া মোটরসাইকেলের ছবি তোলে ফেইসবুকে পোস্ট দিলে গাড়ির মালিক গাড়িটির সন্ধান পান।