দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিক্ষা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের একটি সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ওই মামলা দায়ের করেন বলে জানান রমনা থানার ওসি মশিউর রহমান।
মামলার এজাহারে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক থাকা কালে ফাহিমা খাতুনের বিরুদ্ধে দৈনিক শিক্ষা ডটকম ওয়েবসাইটে বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে মনগড়া মিথ্যা ও অশ্লীল প্রতিবেদন তৈরি করে প্রকাশ ও সম্প্রচার করা হয়।
অভিযোগে ফাহিমা খাতুন বলেন, “এ ধরনের মিথ্যা ও অশ্লীল সম্প্রচারে আমার মানহানি হইয়াছে; রাষ্ট্র ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষূন্ন হইয়াছে এবং আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইয়াছি।
এজাহারে আরও বলা হয়, “এ সকল বক্তব্য যে কেহ পড়িলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বংস নামিবে।”
সিদ্দিকুর রহমান খান দৈনিক শিক্ষার আগে ইংরেজি দৈনিক নিউ এজ, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।