গাড়ির ছায়ার জন্য চালককে জরিমানা!
ভালুকা নিউজ ডট কম: অদ্ভুত এক কারণে জরিমানার শিকার হয়েছেন রাশিয়ার এক গাড়িচালক। নির্ধারিত লেনের বাইরে গাড়ির ছায়া পড়ার কারণে তাঁকে জরিমানা করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যম তাশ জানায়, গত ২৫ আগস্ট মস্কোর রিং রোডে ওই চালক গাড়ি চালান। সেখানে হালকা গাড়ির জন্য নির্ধারিত লেনের মধ্যেই ছিল তাঁর গাড়ি। তবে গাড়িটির ছায়া পড়েছিল ভারী যান চলাচলের লেনে। ওই ছবি উঠেছে সেখানে রাখা পুলিশের ক্যামেরায়। ওই ছবির ভিত্তিতে গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এই অভিযোগে জরিমানা করা হয়।
জরিমানার শিকার রুশ চালক ক্ষোভ করে ড্রাইভটু ডটআরইউ ওয়েবসাইটে লিখেছেন, ‘আমাদের গাড়ির ছায়ার ট্রাফিক আইন ভঙ্গের জন্যও জরিমানা চায় ক্যামেরা।’
চালকটি একটি ছবিও প্রকাশ করেছেন। এতে দেখা যায় তাঁর গাড়িটি নির্ধারিত লেনেই ছিল। তবে গাড়িটির ছায়া পড়েছে পাশের লাইনে।
তাশ জানায়, জরিমানার শিকার ব্যক্তিটি রুশ ট্রাফিক পুলিশের কাছে একটি অভিযোগ করেছে।
ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঘটেছে।
পুলিশের একটি সূত্রে তাশকে জানায়, জরিমানার শিকার চালকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাঁকে এই বিষয়ে জানানো হবে।
এর আগেও একইভাবে জরিমানার শিকার হন এক চালক। তাঁর গাড়ির লেন থেকে না সরলেও হেডলাইডের আলো অপর পাশের লেনের ভেজা রাস্তায় পড়েছিল।