ভালুকায় সন্ত্রাস, জঙ্গীবাদ দমন এবং বাল্য বিয়ে প্রতিরোধে ইমাম সমাবেশ
মাহমুদুল হাসান ফুরাত, বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জঙ্গীবাদ দমন এবং বাল্য বিয়ে প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক ইমাম সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। সমাবেশের পূর্বে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় অর্ধ কিলোমিটার লম্বা বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সার্কেল এ,এস,পি আলমগীর হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতী মেহের উদ্দিন বরাইদী, সাধারণ সম্পাদক মাওলানা আতাহার আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ভালুকার ফিল্ড সুপারভাইজার আবু নছর মোঃ মাহফুজুল হক ও ইমাম মামুন-অর-রশিদ।