জাতীয়

হজ পালনে সৌদি আরব গেলেন খালেদা

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: সৌদি বাদশার আমন্ত্রণে হজ করতে সৌদি আরব গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল সাড়ে ৫টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

খালেদার সফরসঙ্গী হিসেবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমও সঙ্গে গেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে বিমান বন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

তবে হজ পালন শেষে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন এবং তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে হজ পালন করবেন কিনা সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button