‘অজ্ঞাতনামা’র ঝুলিতে আরেকটি পুরস্কার

বিনোদন প্রতিবেদক: দেশের দর্শক দেখার আগে মে মাসে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগে প্রদর্শিত হয় ‘অজ্ঞাতনামা’। সে ধারাবাহিকতায় একের পর উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতে নিচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমাটি।
এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন তৌকীর আহমেদ। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হয় ১১ সেপ্টেম্বর।
একই উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘সোলড’। সেরা অভিনেতা হয়েছেন ভারতের নাসিরুদ্দিন শাহ (ওয়েটিং) ও আন্তর্জাতিক চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি পেয়েছেন নির্মাতা দীপা মেহতা।
সম্প্রতি ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পায়। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।
এদিকে ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল (৭ থেকে ১৭ অক্টোবর) ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (১৪ থেকে ২৩ অক্টোবর) অংশ নেবে ‘অজ্ঞাতনামা’।
জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দেওয়া বাঙালি যুবকদের করুণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘অজ্ঞাতনামা’। ১৯ আগস্ট বাংলাদেশের পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।