ভালুকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২; আহত ৩

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বনর) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে গেলে হোসেন শহীদ (৫৫) ঘটনাস্থলেই এবং আলী (৩৮) ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে মারা যান। এ সময় অপর ৩ জন আহত হন। আহতরা হলেন- রাজু (৩৮), সজীব (৩০) ও চালক আব্দুল মান্নান (৫৫)।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। রাজুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই ঢাকার বায়তুল মোকারম এলাকার ব্যবসায়ী।