চট্টগ্রামবিভাগীয় খবর
কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকায় যাত্রীবাহী এ হেলিকপ্টারটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারটি বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশন সার্ভিসের মালিকানাধীন বলে জানা গেছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে একজনের নিহত হওয়ার ও তিনজনের আহত অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানিয়েছেন, তিনি একজন নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।