ঢাকাবিভাগীয় খবর
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদারীপুরের কালকিনি উপজেলায় নিতু মণ্ডল (১৫) নামের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে মিলন নামের এক যুবক। রোববার সকাল ৯টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক।
নিহত নিতু মণ্ডল উপজেলার আইলসাকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।নিতুর চাচাতো বোন রিনা মণ্ডল জানান, অনেক দিন ধরে নিতুকে এলাকার বখাটে মিলন মণ্ডল উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় নিতুকে প্রেমের প্রস্তাব দিতো সে। কিন্তু নিতু তার প্রস্তাব বাববারই প্রত্যাখান করে আসছে। এ কারণে ক্ষুব্ধ মিলন রোববার সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে কুপিয়ে হত্যা করে।
ডাসা থানার ওসি ইমদাদুল হক জানান, সকালে স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল খুন হয়েছে। তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।