বিভাগীয় খবরময়মনসিংহ

ময়মনসিংহের ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রেজাউল করিমসহ আটজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

প্রসিকিউটর আবুল কালাম আজাদ বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে রোববার এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

৮ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী (৬৫),  এবিএম ইউনুস আলী (৬৫),  তার ছোট ভাই মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৬০),  মো. ওমর ফারুক (৭০),  মো. নাসির উদ্দিন (৬৪), মো. ইসমাইল হোসেন (৬৫), একেএম বেলায়েত হোসেন ৬৪) ও কাজী বদরুজ্জামান (৬৫)।

এর মধ্যে ৪ জন আসামিকে গ্রেফতার  করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- রজাউল করিম ওরফে আক্কাস মৌলভী,  এবিএম ইউনুস আলী , তার ছোট ভাই মো. ইউসুফ আলী ওরফে একেএম ইউসুফ আলম  ও  মো. ওমর ফারুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button