সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় চুলাই কাঁচামদ সহ আটক ৩

বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার সিডষ্টোর বাজার থেকে চুলাই কাঁচামদ সহ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ৩ জনকে এলাকাবাসী আটক করে ভালুকা মডেল থানায় খবর দিলে এস আই জাকির হোসেন ৩জন কে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, উপজেলার সিডষ্টোর উত্তর বাজারে সন্দেহ জনক ভাবে ঘুরা ফেরা করতে দেখে এলাকাবাসী তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে প্রায় ১০/১২ কেজি চুলাই কাঁচা মদ পায় পরে পুলিশে খবর দিলে গাজীপুর উপজেলার কোনাবাড়ী আতিয়াপুর এলাকার বজিন্দ্র চন্দ্র বহ্মন এর ছেলে প্রবিন চন্দ্র (৩৫) হৃদয় চন্দ্র বহ্মণ এর ছেলে রিপন চন্দ্র বহ্মণ (৩৩) ও গিরেন্দ্র চন্দ্র বহ্মণ এর ছেলে সত্য চন্দ্র বহ্মণ (৩০) কে আটক করে থানায় নিয়ে যায়।
এস আই জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তারদের কাছ থেকে প্রায় ১০/১২ কেজি চুলাই কাঁচামদ উদ্ধার করা হয়েছে।