ব্র্যাড ও জোলি বিচ্ছেদের নেপথ্যে অন্তঃসত্ত্বা মারিয়ন!
ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খবর নিয়ে যখন সারা দুনিয়ায় তোলপাড় হচ্ছে তখনই মারিয়ন ঘোষণা করলেন, তিনি অন্তঃসত্ত্বা৷ এরপরই জল্পনা শুরু হয়েছে মারিয়নের গর্ভস্থ সন্তানের পিতৃ-পরিচয় নিয়ে৷ অ্যাঞ্জেলিনা ঘনিষ্ঠদের দাবি, স্ত্রীকে ঠকিয়ে ব্র্যাড নিয়মিত মারিয়নের সঙ্গে মেলামেশা করতেন৷ তারই ঔরসে অন্তঃসত্ত্বা হয়েছেন সহ-অভিনেত্রী মারিয়ন৷ যদিও মারিয়ন এই গুজব উড়িয়ে ঘনিষ্ঠদের জানিয়েছেন, ব্র্যাড তাঁর ভাল বন্ধু৷
ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খবর শুনে তিনি দুঃখিত৷ একইসঙ্গে স্পষ্ট করেছেন তার গর্ভস্থ সন্তানের পিতা ব্র্যাড পিট নন৷ দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা গুলিয়াম ক্যানেটের সন্তানকে গর্ভে ধারণ করেছেন৷ ‘অ্যালায়েড’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড-মারিয়ন৷ সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি ছবির শুটিং করছেন তারা৷
সেই সেটেই ব্র্যাডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মারিয়নের৷ স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, বুঝতে পেরেছিলেন অ্যাঞ্জেলিনার৷ জানতেন, সেই নারী রোজ দেখা করেন তার স্বামী ব্র্যাড পিটের সঙ্গে৷
কে এই রহস্যময়ী মহিলা? কার জন্য ব্র্যাড তাকে ও তাঁদের ছয় সন্তানকে অবহেলা করছেন? এসব ভেবে সন্দেহ তীব্র হয়েছিল অ্যাঞ্জেলিনার৷ ব্র্যাডের নতুন ছবির সেটে তাই স্পাই লাগিয়েছিলেন জোলি৷
৫২ বছরের হলিউড তারকার উপর সারাক্ষণ নজর রাখত সেই গুপ্তচর৷ তার কাছ থেকেই জোলি জানতে পারেন ব্র্যাডের সঙ্গে ছবির নায়িকা মারিয়ন কটিলার্ডের প্রেম চলছে৷ নিয়মিত ঘনিষ্ঠ হচ্ছেন তারা৷ বিমানবন্দরে মারিয়ন-ব্র্যাডের একান্ত মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা৷
সেই ছবি প্রকাশ হতেই দাম্পত্যে চিড় ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর৷ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলিনা নিজেই৷ মারিয়নের সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করে ব্র্যাড জানিয়েছেন, অ্যাঞ্জেলিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হোক, চান না তিনি৷
এতেই থেমে নেই, জানা গিয়েছে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের পর মাদাম তুসোর মিউজিয়ামেও ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা মোমের মূর্তি দুটিকে পাশাপাশি না রেখে আলাদা করে দেওয়া হয়েছে৷