জাতীয়

‘নূর চৌধুরীর বহিষ্কারের খবর সত্য নয়’-আনিসুল হক

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর অভিবাসনের মেয়াদ বাড়ানো হয়নি ও তাকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে এমন খবর সত্য নয়। সচিবালয়ে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ হলে বর্তমানে নিউইয়র্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন দেন। পরবর্তীতে এ বিষয়ে আমরা দুইজন আলোচনার পর এ খবরের সত্যতা যাচাই করতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করি।’

‘কানাডার হাই কমিশনার আমাদের জানান, এই সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এটার কোনো সত্যতা পাওয়া যায়নি’ বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনার কানাডার সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন। এছাড়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।’

এর আগে, বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকা কোনো সূত্রের উল্লেখ না করে প্রথম নূর চৌধুরীর বহিষ্কারের সংবাদ প্রকাশ করে। এরপর বাংলাদেশের কয়েকটি অনলাইন ও পত্রিকা এ সংবাদ প্রকাশ করে।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত‌্যার পর পালিয়ে যাওয়া নূর চৌধুরী বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কানাডা সফরে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনায় তাকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে দুই দেশ মতৈক‌্য হয়েছে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button