কবিতা
সাঈদ সাইদুল এর কবিতা
,আকাশ বিক্রি হচ্ছে সস্তায়, জলের দামে বিক্রি হচ্ছে সমুদ্র। অথচ অামি কিনতে পারছিনা।
.
পৌরুষ বিক্রি হচ্ছে হারবাল শপে, ছাপাখানায় শতশত কবিতা। অথচ অামি লিখতে পারছিনা।
.
সন্ধ্যা হলেই গোলাপের মত চুমুগুলো কিনে নিচ্ছে অাবাসিকের ভদ্দরলোক। একেবারে নেহায়েত কমদামে বিক্রি হচ্ছে মিছিলের সবগুলো হাত।
ইথারে ইথারে বিক্রি হচ্ছে মুঠোমুঠো শৈশব, কৈশরের মক্তব পালানো দিন। আমি কিনতে পারছিনা।
.
কাঁচা মাংসের মত বুনো রাতগুলো ক্লান্ত হয়ে এলিয়ে পড়ছে বড় সাহেবের বৃদ্ধ উড়ুতে। রাতারাতি বিক্রি হচ্ছে দশ বছরের ঠেকে যাওয়া প্রমোশন। আমি ধরতে পারছিনা।
.
যখন ক্লান্ত পায়ে ঘরে ফিরি, মাথা ভেরাই তেলচিটে বালিশের খাঁজে, “এক চিলতে জোছনা এসে পড়ে আমার শিয়রে। “
.
পৌরুষ বিক্রি হচ্ছে হারবাল শপে, ছাপাখানায় শতশত কবিতা। অথচ অামি লিখতে পারছিনা।
.
সন্ধ্যা হলেই গোলাপের মত চুমুগুলো কিনে নিচ্ছে অাবাসিকের ভদ্দরলোক। একেবারে নেহায়েত কমদামে বিক্রি হচ্ছে মিছিলের সবগুলো হাত।
ইথারে ইথারে বিক্রি হচ্ছে মুঠোমুঠো শৈশব, কৈশরের মক্তব পালানো দিন। আমি কিনতে পারছিনা।
.
কাঁচা মাংসের মত বুনো রাতগুলো ক্লান্ত হয়ে এলিয়ে পড়ছে বড় সাহেবের বৃদ্ধ উড়ুতে। রাতারাতি বিক্রি হচ্ছে দশ বছরের ঠেকে যাওয়া প্রমোশন। আমি ধরতে পারছিনা।
.
যখন ক্লান্ত পায়ে ঘরে ফিরি, মাথা ভেরাই তেলচিটে বালিশের খাঁজে, “এক চিলতে জোছনা এসে পড়ে আমার শিয়রে। “
.
এখনো বিক্রি হয়নি সে !
এখনো বিক্রি হয়নি সে !