সারা রাত হাজতে মাশরাফি ভক্ত; জিজ্ঞাসাবাদ চলছে
বিশেষ প্রতিনিধি: ম্যাচ চলাকালীন সময়ে মাঠে ঢুকে প্রিয় মাশরাফির সঙ্গে মোলাকাত করে রাতারাতি নায়কে পরিণত হওয়া মেহেদীর বিষয়টিকে ভালোভাবে নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। ফলাফল হিসেবে শনিবার সারা রাতটা মিরপুর থানার হাজতেই কাটাতে হয়েছে মাশরাফি ভক্তকে। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন চলছে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন যুগ্ম কমিশনার, পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হোসেনসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মিরপুর থানার দায়িত্বশীল সুত্র জানিয়েছে, রাতের জিজ্ঞাসাবাদে নাশকতার কোন উদ্দেশ্যের বিষয়ে কোন তথ্য পায়নি পুলিশ। আবেগ থেকেই মেহেদী মাঠে নেমে মাশরাফিকে জড়িয়ে ধরেছিল। তবে যেহেতু মাঠে প্রবেশের ফলে উভয় দলের খেলোয়াড়, আম্পায়ার ও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশংকা থাকে, তাই তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। তবে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এ নিয়ে বিসিবির হেড অব সিকিউরিটি মেজর (অব) হোসেন ইমাম জানান, `মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানায় রাখা হয়েছে। বিসিবির সিকিউরিটি কমিটি বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।`
এদিকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শেরে বাংলা স্টেডিয়ামে। গতকাল ম্যাচ শুরুর আগেও ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শন করে যান। এ অবস্থার গ্যালারি থেকে নেমে খানিকটা দূরের বাউন্ডারি সীমানা থেকে আরও অনেকটা ছুটে মাঠের একেবারে ভেতরে ঢুকে গেলেন দর্শক। নিরাপত্তারক্ষীরা তাকে আটকাতে পারেননি। আর নিরাপত্তারক্ষীদের এমন কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ করছে বিসিবির নিরাপত্তা ব্যবস্থাকে।